রাজার নাকি খারাপ মাথা দেখান তাকে ডাক্তার
ভোটের চোটে চৌকি ফাটে চিকিৎসা তার দরকার।
এমন নিদান দিলেন রাজা খাজা গজা চমৎকার
মন্ত্রী যন্ত্রী হাঁ করে রয় সবই রাজার এক্তিয়ার।
নেশাখোরের মরণ হলে পাবে তারা দুলাখ করে
ধর্ষিতাদের চোখের জলের দাম হলো পঁচিশ হাজার।
খাচ্ছে তাঁতী তাঁতবুনে তার বেঁড়ে গরুর কি দরকার
ভোটের আশা জমবে খাসা চাঁটে দুধে একাকার।
সুখ শান্তি লোপাট হলে হম্বিতম্বি করাই সার
যাদের রাজা মাথায় তোলে তারাই মারে এক আছাড়।
সিদ্ধিহস্ত বেজায় ক্ষিপ্ত বনগাঁবাসী পিসি তার
নাইকো রক্ত মধুর ভক্ত অঙ্ক কষার কি দরকার।
আজকে যারা বন্ধু তারা কালকে হবে শত্রু তার
দে দমাদম বেদম করে ঘুচুক সব আহার বিহার।
পাইয়ে দেবার কি দাম দেবে হাতী ঘোড়া পগারপার,
উন্নয়নের পথের ধারে দেখো সব প্রেরণাদার।
হেথায় ছবি হোথায় ছবি ছয়লাপ নাকি একাকার,
রাজা রে তোর কাছা খোলা বলবে সে হিম্মতটা কার।
বেকার সাকার স্কুলের টিচার উকিল বাবু কি ডাক্তার,
সবাই কেমন বেফাঁস বলে কে করবে আর কার বিচার।
ঘুসের রাজা ঘুঘুর রাজা তোলাবাজির রাজাকার
যা কিছু পায় সবাই লোটে কাটমানিটাও চমৎকার।
আয়না বুড়ো ধামসা পেটাই জলের দরে জ্বরবিকার,
আবোলতাবোল ছড়ার মাদল বেতাল বাজায় ছড়াক্কার।