চুপটিকরে থাকুন মশায় কথা বলবেন না-
আপনি চুপ না করলে পরে শান্তি আসবে না।
কথার মতো কথা যদি বলতে পারবেন না-
মুখটা বন্ধ রাখুন কর্তা রাগ দেখাবেন না।
হিউস্টন এর পুলিশ প্রধান সাবধান করে দেয়,
ঝঞ্ঝাট আর ঝক্কি গুলো তাকে সামলাতে হয়।
কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মরেছে আমেরিকা উত্তাল,
কর্তা আছেন সাদা বাড়িতে হঠাৎ পাড়েন গাল।
বিক্ষোভ চলে দেশটি জুড়ে হাঙ্গামা বেধে যায়
পুলিশকে আরও কড়া হতে বলেন কর্তা মহাশয়।
পুলিশ প্রধান বলে কর্তাকে চুপ কর মহাশয়,
তোমার কথায় বিক্ষোভ বাড়ে ঘৃতাহুতি পড়ে যায়।
কামান বন্দুক গোলাগুলি ধরপাকড়েও নয়
বড়ো বড়ো বাত হম্বিতম্বি সব ভুলে যেতে হয়।
সহমর্মিতা হৃদয়ের কথা আলোচনা করা যায়,
বাঙ্কার থেকে হুমকি দিলে কি সমাধান পাওয়া যায়!
দমন-পীড়ন অচল এখন বাজে কথা আর নয়
পুলিশ প্রধান আর্চ এসডেভার এই কথা বলে যায়।
সে সাহস রাখে ধমক মারতে খোদ বড়ো কর্তাকে,
বিস্মিত হয় মজাও যে পায় গোটা পৃথিবীর লোকে।
নজীর বিহীন কার্ফু জারি ও কর্তার পাগলামি,
লাগামছাড়া যে বিক্ষোভ চলে সকলের হয়রানি।
নিরুপায় হয়ে পুলিশ প্রধান সাফ বলে কর্তাকে,
প্রেসিডেন্ট হোন আর যাই হোন কর্তা চুপ থাকুন তো বটে।।