মুখে কালি এসো বলি দেশের কাহিনী –
দেশটা যারা চালায় আজকে তাদের কথা শুনি।
দাবানল শস্য হানি ঝড় মহামারী –
তার উপরে পঙ্গপাল রাজা দুরাচারী।
বৈশাখেতে অকাল বৃষ্টি আষাঢ়েতে খরা-
নিশ্চিত বুঝিবে রাজা ভন্ড ইষ্ট হারা।
রাজা যদি পাপমতি দুরাচারী হয়-
মূর্খ রাজার পাপে দেশ ছারেখারে যায়।
না বুঝেই যে সব রাজা আদেশ জারি করে-
প্রজাগন কষ্ট পায় হন্যে হয়ে মরে।
দেশ বিদেশে ঘুরলে রাজা বিত্ত নাশ হয়-
সে দেশেতে প্রজাগন বিচার নাহি পায়।
রাজা যদি হৃদয়হীন আর মন্দ মানুষ হয়-
অর্থহীন কর্মে দেশের ঘোর অনিষ্ট হয়।
রাজা যদি দোলা চড়ে শত্রু বুকে জড়ায়-
দেশের ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যায়।
মুখে মধুর ভাব রাজার মনেতে পাপ রয়-
দেশের মানুষ বুঝতে পারে রাজা ভালো নয়।
কৃপণ রাজা সব জিনিসের দাম বাড়াতে চায়-
নিজের কথার দাম ছাড়া সে সব কিছু বাড়ায়।
রাজা গুণের কদর দেয় না মানী মান খোয়ায়-
সে দেশেতে জ্ঞানী গুণী অন্যত্র পালায়।
রাজার পাপে রাজ্য নষ্ট বংশ নষ্ট হয়-
বিদ্যা জ্ঞান সততা হোক রাজার পরিচয়।
প্রজাবৎসল উদার রাজার জয় জয়াকার হয়-
ধন্য রাজার পূণ্য দেশ শুনুন মহাশয়।।