আইন করে বন্ধ করা হলো
শিশু শ্রমিক প্রথা,
কেবলমাত্র কাগজে বন্ধি সে লেখা
শিশুশ্রম আজও চলছে যথা তথা।
আইন শুধু নামে আছে
দেশে শিশু শ্রমিক ভরা,
পেটের দায়ে শ্রম করাতে
ওদের ভাগ্য গড়া।
জঠর জ্বালা বিষম জ্বালা
দীন দরিদ্র ঘরে,
তাইতো শিশু হামার মারে,
কাপ- প্লেট ধোয় অন্ন তরে।
ইটের পাঁজা নিয়ে মাথায়
শরীর ভিজে ঘামে,
ছিন্ন মলিন বেশে তাদের
দেখা যায় নানান কামে।
হোটেল ,গ্যারেজ সবখানেতেই
আছে শিশু শ্রমিক,
সংসার তরে, আহার জোটাতে
করে কাজ, নিতে পারিশ্রমিক।