কালো মেঘে ঢাকলো আকাশ
আঁধার হলো ধরা,
ধেনু লয়ে রাখাল ছেলে
গোষ্ঠে ফিরে ত্বরা।
বইছে মৃদু জলজ বাতাস
আসবে বৃষ্টি ধেয়ে,
পুলকিত চাষি সবে
নভে থাকে চেয়ে।
পরান মাঝি ত্রস্ত হয়ে
নৌকা ঘাটে এনে,
কাছি দিয়ে শক্ত করে
বাঁধে নৌকা টেনে।
সচকিত বিহঙ্গকুল
চলে দ্রুত নীড়ে,
ঝড় বাদলে বুঝি বা তার
নীড়টি পড়ে ছিঁড়ে।
হঠাৎ জোরে নামলো বৃষ্টি
ঝাপসা হলো দিশা,
ঘন আঁধার পৃথ্বী ‘পরে
যেন গভীর নিশা।