পশ্চিম দিগন্তে মেঘের ঘটা
আঁধার হলো ধরা,
কাদম্বিনীর জটাজালে
দিগ্বিদিক ভরা।
হঠাৎ দমকা বাতাস সাথে
মেঘের গুরু গুরু,
ঝমঝমিয়ে নামলো বৃষ্টি
বিজলী চমক শুরু।
প্রখর গ্ৰীষ্মের দহন পরে
স্বস্তি পৃথ্বী ‘পরে,
তুফান সম ঝড়ের দাপট
ধরণী তোলাপাড় করে।
বাতায়নে বসে দেখি
বর্ষণমুখর বেলা,
পাগলা হাওয়ার বাদল দিনে
মেঘ ও বৃষ্টির খেলা।