লিখছি অসংখ্য রোদ
ফুলদের বাগান,গন্ধের ভ্রমরা
বাতাস
পাখি কোলাহল
মেঘ আমাদের মা
বৃষ্টি ঝাঁপি নিয়ে আসে লক্ষ্মী
এবৃষ্টির অরণ্যে ভিজে শেকড়
সম্পর্কের মাটি নরম হয়
মুখদের ছায়ামেঘ
ধানজমি,হৃদয়ের মাটি চান করে
জ্যোৎস্নার জোনাকি আসে
আকাশ হয় কদমফুল
বৃষ্টি কলম লিখে পৃথিবী
বিদ্যুতের নাভিমুলে আকাশ গায় হাল লাঙ্গলের গান