একদিন ঠিক হারিয়ে যাব দেখো,
শূন্যতায় ভর করে ফিনিক্স পাখির মতো,
খুঁজো না কেউ যেন আমায় আক্ষেপ ভরে।
ফিরে আসার তাগিদ উপেক্ষায়
ছুটে চলে যেতে চাই দূর থেকে দূরান্তরে
একমুঠো তাজা বাতাস নিয়ে গ্রহাণুপুঞ্জে।
পাথর চাপা কষ্ট বেদনার স্তূপ,
সহজে কমবে না ভালো মতো জানি,
জড়িয়ে যাওয়া অক্টোপাসের বাঁধন,
দেনা বাড়ায় নিঃস্ব অভুক্ত জীবনে!
চেপে বসা ভালবাসার প্রাসাদ প্রায়শই
ক্ষয় বাড়ায় মনের চোরাস্রোতে।