তোমার আকাশ জুড়ে নৈঃশব্দের ঢেউ,
ব্যস্ততার উপত্যকায় আজও চেয়ে থাকি,
এই বুঝি তুমি এলে সুঘ্রাণ ঢেলে।
বিন্দু বিন্দু জমে থাকা অভিমান,
পিঠ চাপড়ে কখন যে ঘুম পাড়িয়ে দেয়,
টের পাওয়ার আগেই নিরুদ্দেশে তুমি!
ঘুম চোখে ধরফর করে উঠে হাতড়ে চলি
জলের বোতল, আমার একান্ত তুমিকে!
খুব ইচ্ছে করে,রাতের আঁধারে পাড়ি জমাই ,
খুঁজে আনি আমাদের হারানো নিটোল শৈশব।
খেলনা বাটি ছড়িয়ে,পুতুল কোলে
ঘুম পাড়ানো দায়িত্ব পালনে রত
আমার চিরপরিচিত খামখেয়ালি তুমিকে!
তোমার নৈঃশব্দের চাদরে ,
নিজের সমর্পণ করে পাই অদ্ভুত এক শান্তি।