সবাই তো চলে যায়, জীবনের সীমানায়
শিকড় যদিও খুব শক্ত,
স্নেহ প্রেম ভালোবাসা সংসারে অভিলাষা
শেষের দিনেতে নির্লিপ্ত।
যারা উন্নত শির,চঞ্চল অস্থির
দাঁতে ছিঁড়ে খায় করে কষ্ট,
ধৃষ্ট যে দুনিয়ায় তবু সেও চলে যায়
মহাকাল তার প্রতি রুষ্ট।
পথচারী গৃহ হারা অন্তরে দুখ ভরা
অমৃতের খোঁজে যারা ব্যস্ত,
পরশপাথর পেলে ভুলে সেটা দেয় ফেলে
মহাজ্ঞানে তারা অনুলিপ্ত।
বঞ্চিত জানে তবু ক্ষুধার অন্ন কভু
ছিনিয়ে নেওয়াতে যারা ব্যস্ত
এ ব্যথা সে ব্যথা নয় অন্ধকারে বিপর্যয়
ঘনঘোর পারাবারে ধস্ত।
কেউ দেবে আশ্রয় এ পথ সে পথ নয়
মহাকাল করে পথভ্রষ্ট
জ্ঞানী হোক অজ্ঞানী মহাকালে টানাটানি
জীবন সায়াহ্নে জরাগ্রস্ত।
অপেক্ষা নেই আর সবকিছু একাকার
জ্ঞান বিজ্ঞানে কে বিভক্ত
জীবনের সীমানায় সব কিছু চলে যায়
ফিরিবার পথ অবলুপ্ত।
যারা সব চলে যায় কেউ করে হায় হায়
সাধুজন চির নির্লিপ্ত
পথদ্রষ্টা মহাজন তারেই করে ভজন
যিনি এই চরাচরে ব্যপ্ত।।