বনেটের পরে উড়ে এলো লাশ ঝুলছে ও কার দেহ!
করাচীর রাজা আহমেদ বলে এ কেমন দিন এলো!
এ কোনো খন্ড চিত্র নয়তো রূঢ় বাস্তব ছবি-
থাকে করাচীতে গাড়ি নিয়ে যেতে তাজ্জব হয় ভবি।
বিমান ভেঙেছে ঘন বস্তিতে জ্বলে দাউদাউ করে
কতো লোক নাকি প্রাণ বাঁচানোর চেষ্টায় ঝুলে পড়ে।
বিপজ্জনক সে ঝুলে পড়াটা লাফিয়ে কি প্রাণ বাঁচে-
মরিয়া মানুষ চেষ্টা করেছে প্রাণ কি বাঁচাতে পারে।
কতো জন বুঝি মারা যায়নিকো ভয়েতে সংজ্ঞা হীন।
দেড়শতাধিক যাত্রী বোঝাই সকলের খোঁজ নিন।
মাত্র দু জন প্রাণে বেঁচে গেছে তারাও তো জ্ঞানহীন,
পরে তারা বলে কি করে হলাম এমন বিপদে লীন।
আছড়িয়ে পড়ে যে বাড়ির পরে সেথা ধোঁয়া আর আগুন।
ধ্বংস হয়েছে গোটাকয় বাড়ি উদ্ধারে হাত দিন।
সুন্দর এক ফুটফুটে শিশু সেও চাপা পড়ে ছিলো –
খোদার অসীম করুণার বলে সে-ও জান ফিরে পেলো!
খোদার কৃপায় যারা বেঁচে যায় কে মারে তাদের আর-
মৃত মানুষেরা প্রাণ ফিরে পায় আল্লার করুণায়।।