আজ ওখানে যেওনারে ভাই
ভোট চলছে ওখানে
যখন তখন চলতে পারে গুলি
প্রাণটা দেবে কি সেখানে?
আমি না হয় পুলিশ বটি
নাম হলো আমার আরশোলা
ডিউটি ছেড়ে পালাবো যে
নেই তার কোনো উপায় খোলা।
তুমি তো আর ভোটার নও,
নও কোনো পুলিশ বা নেতা।
তুমি ওখানে যাও ক্যানে
আমি হলেম গোয়েন্দার লোক
নাম আমার টিকটিকি
এ হলো আমার সহকারী
নামটা ওনার পিপিলীকা।
ভোট কেন্দ্রে যাবো আমরা
দেখবো ওখানকার গতিবিধি।
তোকে আমরা বলে গেলাম
কেও একথা জানবে না।
জানলে পরে জেনে রাখিস
চাকরিটা তোর থাকবে না।
আমি টিকটিকি গোয়েন্দা
এ কথাটি ভুলেও ভুলবে না।