বেগুন সজনে ডাটারে কই
তোর চেহারা দেখে আমার
কিন্তু খুব হাসি পায়।
ডাটা বলে বেগুন কাকু
কঙ্কাল সার দেহ আমার
লম্বা শিরা ওঠা আমার গা ।
তবু কিন্তু পুষ্টি গুণে ভরা
আমার এই সারা শরীর টা।
তোমার আছে পেটমোটা চেহারা
তাতে আছে শুধু এলার্জি ভরা।
সজনে ডাটা আরও বলে
শুনো ওগো পেটমোটা কাকু
ভেবে দেখো মানুষ তোমার চেয়ে
আমায় বেশি দাম দেয় কিন্তু।
বেগুন বলে শোনো সজনে ডাটা
বেসন দিয়ে ভেজে খেতে
মানুষের তোমাতে না আমাতেই মজা।
এসব শুনে কুমড়ো উঠল হেসে।
বললো তোরা চুপ কর চুপ কর
নিজেদের মধ্যে ঝগড়া আর না।
তবে শোনো বলি বেগুন বেটা
বাজারে আমায় কিনতে গেলে
মানুষ খোজে সজনে ডাটা
তোমাকে কিন্তু খোঁজে না।
এবার দেখি আলুদাদু
রেগে গিয়ে দাঁত খিঁচিয়ে কয়
বলতো দেখি বাজারে
আমার চেয়ে কে বেশি বিকোয়
আমি হলেম সবার সেরা
আমার উপর কেহ নাই
নামটি আমার গোল আলু
সবার সঙ্গে সর্বত্র রয়।
ঝোল থেকে টক কিংবা ভাজা
সিদ্ধ থেকে সব রকম তরকারি
যে যাই করুক আমায় দরকার- ই।
তাহলে এখন থেকে এটাই ঠিক
আর একথা গেলো বোঝা
আমিই হলাম সবজির রাজা
ঢেঁড়স মূলো পটল কচু
আরও যে সব সবজি আছে
ওরা হলো আমার প্রজা।
এ নিয়ে আর কোনো ঝগড়া না।।