তোমাকে প্রথমে ভেবেছিলাম শ্যামাচরণ দে স্ট্রিট।
তুমি রেড রোড
তুমি ফোর্ট উইলিয়মে ঢুকে
বেরিয়ে এসেছ।
তুমি আসলে শের শাহের জি. টি. রোডবাবরের মসজিদ।
তুমি সেই অগম্য সিল্ক রুট
রেশমে ঢাকা তোমার পালকি।
আমার নাম শ্রী অতীশ দীপঙ্কর।
আমি ভারতবর্ষে এসেছি
তোমাকে প্রথমে ভেবেছিলাম শ্যামাচরণ দে স্ট্রিট।
তুমি রেড রোড
তুমি ফোর্ট উইলিয়মে ঢুকে
বেরিয়ে এসেছ।
তুমি আসলে শের শাহের জি. টি. রোডবাবরের মসজিদ।
তুমি সেই অগম্য সিল্ক রুট
রেশমে ঢাকা তোমার পালকি।
আমার নাম শ্রী অতীশ দীপঙ্কর।
আমি ভারতবর্ষে এসেছি