তোমার বাবা তোমাকে যদি চড় মারেন
তুমি কি তাকে পাল্টা চড় মারতে পারো?
আরেক গালে চড় মারো।’
আজকে তুমি আমেরিকায়, কালকে তুমি যাচ্ছ চিনে
আদিবাসীদের উস্কে দিয়ে
রাজভবনে মিটিঙ সারো।
যখন পড়ে, বামাল সহ পড়ে
পড়েই, উঠে দাঁড়ায়, চুল আঁচড়ে নিয়ে বলে
লোভ কী ভাব অত সহজে মরে?
বলতো ভাই, মারবে কাকে?
কপালে আজ যা থাকে
মুণ্ডু যার উড়তে গেছে
বন্ধ্ ডেকেছে কালকে যার ধড়…
কে তাকে ভার দিয়েছে চড় মারার?
মার খেয়েছি, মাফিয়া হব, আর কিছু নেই আমার।