পঙ্কে পড়িল হাতি, লোকাল মাস্তান
ব্যাঙ এসে মেরে গেল লাথি আয়ুষ্মান।
ব্যাঙ ছিল ভিটেহারা, প্রলেতারিয়েত
লিঙ্গ হল ভগবান, ভগবতী পেট।
লোকাল মাস্তান মানে হাতকাটা বিশু
যোজনায় খোঁজ নাই মিনিবাস ইস্যু।
কাঞ্চন যতটা ভাল, ততটা কোকেন।
মধুচক্রে-ধরা-পড়া হোটেল-মালিক
কোকিল শ্রাবণদিনে হয়েছে শালিখ।
বাড়াভাতে ছাই দিতে ঢুকেছে পুলিশ
সংসদে অনাহার-ইস্যুটা তুলিস।
খসিয়া পড়িল মিথ, খসিল আগল
বসিয়া পড়িল পার্টি, বসিল মিটিং
বাছুর কহিল, বৃষ, ভেঙে ফ্যালো শিং
কানকাটা, হাতকাটা, শিঙভাঙা বিশু
পুলিশ কমিশনার তার কাছে শিশু।
দড়ি বেঁধে হাতি তোলে লোকাল কমিটি
লোকে বলে নেকসাস পাড়ায়-পাড়ায়
এইভাবে মাস্তানের বাড় বেড়ে যায়।
তিলে-তিলে কলকাতা তিলোত্তমা যবে
প্রকৃত গরিব কবে বড়লোক হবে?