আমিই আমার ব্যঙ্গ, বীরের পোশাক পরে ছেড়ে আসি মঞ্চ।
উট ও নারীর মাঝামাঝি আমার পতন, সাগরের জলে
ভেসেছে গামছা, এরও চেয়ে বড় সত্য, আমি সমস্ত গরল
পান করে দেখি আর জলরাশি নেই,—ঠান্ডা বালির ভেতর
শুয়ে অবসর নিচ্ছে কুমারীরা, তাদের স্তনের মুখ কালো।
আমিই আমার ব্যঙ্গ, উট নিয়ে ঘুরি, বালি ছেড়ে মন চলো
বিষাদে আবার, শূন্য থেকে হাত বের হয়ে সঙ্গে সঙ্গে চলে,
চুল টানে, আবার লুকিয়ে রাখে শূন্যে। বলো, তবে কি সরল
ভাবে বাঁচতে চাইনি? যারা অন্ধত্বের ভয় আমাকে দেখাল
তাদের কি শোক নেই, পুত্রের মৈথুন দেখে কাঁপে না অধর?
আমি ভারমুক্ত হতে এসে দেখি ঘুষ নিচ্ছে সেই কুমারীরা
যারা মরালীর মতো শুয়ে অবসর নিত। টাকা কি পবিত্র
নয়—প্রেতাত্মারা বলে; চোখের সামনে আমি যত টাকা দেখি
একা সব খেয়ে ফেলতাম যদি, পাপ এসে আমাকে ঘিরত?