এইখানে স্বর্গ, আমি গাছ থেকে ডাল ভেঙে
পুঁতে দিই, আর একখানা ডাল মাঝখানে
বেঁধে দিয়ে বের করে আনি দু’দিকে দু’খানা
হাত, একটি মাটির ভাঁড় চুন দিয়ে এঁকে জুড়ে দিই মাথা
সবশেষে তাকে দিয়ে স্বীকার করিয়ে নিই:
এইখানে স্বর্গ: দূরে একটি ছাগলছানা ঘাস
খায়, আর তাকে কিন্নর পাহারা দেয়
আরও দূরে একটি গাছের ডালে বসে, পা ঝুলিযে