নমো অমিতাভ বুদ্ধায়,,
করুণা ধারায় বহায়েছো প্রেম
অনন্ত মহিমায়।
নমো অমিতাভ বুদ্ধায়।
কাঙালের বেশে রাজার কুমার
ছেড়েছো সকল মায়ায় ।
সোনার প্রতিমা প্রানের দুলালে হায়।
নমো অমিতাভ বুদ্ধায়।
কুলশীল সহ পিতা পরিজন
রাজপাট আর ছেড়েছো সকলই
সকল ভোগের উৎস।
” নমু অমিদা বুৎসু । “
নির্বান লাভে যাচোনি মুক্তি
অর্হৎ গরিমায়।
আর্তের ত্রাণে থেকেছো ধরায়
বোধিসত্ত্ব মহিমায়
জরা ব্যাধি রোধ মুক্তির পথ
অনন্ত চেতনায়
অহিংস বেশে ভিক্ষা পাত্রে
কেটেছে যে প্রেম যাচনায়।
নমঃ অমিতাভ বুদ্ধায় !