সকাল বেলা সূর্য ওঠে
অস্ত যায় সাঁঝে,
কর্ম শেষে গৃহেতে ফেরা
সুখ দুখের মাঝে।
জীবন নদী বইছে দেখো
কঠিন শ্রমে ভরে,
আলোর শিখা ভরিয়ে রাখে
নিত্য কাজে ধরে।
পড়তে বসে কচিকাঁচারা
সূর্য ওঠা সাথে,
বিদ্যালয়ে যাবে পড়তে
আশিস নিয়ে মাথে।
পাখি কূজন দিনের শুরু
দুর্গা রবে মাতা,
পল্লী মাতা গাছপালাতে
ধরায় ধরে ছাতা।
কাজের মাঝে সার্থকতা
সবাই মেনে চলে,
জীবন নদী একদা থামে
শেষ যাত্রা বলে।