কিছু মানুষ পোর্সেলিন হয়েও ঝড় ভালোবাসে সহাস্য আবেগে,
যেদিন ভোরে রক্তিম আভায় আকাশ ঢাকার কথা ছিলো,
কথা এড়িয়ে পূর্বাভাস দিলো এক ঝাঁক কালো মেঘের দল।
কেউ যেমন লাল চোখ রাঙানিকে ভয় পায়,
অপরদিকে উপকূলের মানুষগুলো স্বস্তি পায় সেই অভায়।
আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক মানুষও ঘূর্ণিঝড়ের ভয়াবহতা কখনো ঘৃণা করে কখনো ভালোবেসে ফেলে।
মানুষের মন ভীষণ কন্ট্রাডিক্ট,
ঝড়ঝাপটা মেঘের দল ছন্দ আনে বরাবর।
এখন আসি সেই তুমুল ঝঞ্ঝার কথায় যেখানে
একা দাঁড়িয়ে পেড়োতে হয় দমকা সময়।
ছাতার শিক বেঁকে যায় সেই ঝড়ে :
যে যার ধর্মে বাঁচে, আর ধর্মই কর্ম,
আবার কবিমনের কর্মই চিন্তন।
যে পোর্সেলিনের সামান্য হাওয়ায় ভাঙার কথা ছিল,
তীব্র ঘূর্ণিঝড়ে আরও কঠিন ভাবে গর্বের সাথে কাঁচের আলমারিতে সাজানো থাকে।
শুধু দেখে, অনুভব করে, ছন্দ দেয় আর চুপ করে শোভা বাড়ায়।