কোন আদিকালের প্রান্তে বসে
মহাকাশে ধ্রুবতারা দেখছি আমি,
কীসের তাড়নায় তাড়িত হয়ে
স্মৃতির ঝাঁকে মারছি ঢিল
অবচেতনে !
আসা-যাওয়ার পথের মাঝে
কোটি কথারা দিয়েছে ব্যারিকেড ,
সামিল তুমি দূরের মিছিলে
যার প্রতিকুলে এই ব্যারিকেড
নিস্তব্ধতা !
একঝাঁক জোনাকি মিটমিট করে
আগুন আলোতে ক্ষতের দাগ ,
প্রথম প্রলেপ কবে পড়েছে ?
অন্ত বিহীন দগ্ধতার ভাগ
সুস্পষ্ট!
এই আঁধারের মায়ার বশে
ভালো থাকা ছিল প্রগাঢ় ,
উষ্ণতার দখল কামুক ঠোঁটে
শব্দ গুলো বাতাসে ছড়ানো
আসক্তিতে!