শালিকের শাবকের মত জলাভূমির কোল আঁকড়ে
সকল বিদ্বেষ-বিবাদ ঝেড়ে ফেলে
বন্ধুত্বের মোড়কে নেমে আসুক এক সম্পর্ক।
পাহাড়ি ঝর্নায় সিক্ত হয়ে,
আলোচনার সকল দরজা খুলে
আসুক নেমে সম্মুখ সমরে।
হিংস্র দৃষ্টিতে হয়তো একদিন তোমরাই
সন্ত্রাসবাদী আখ্যা দেবে জানি,
তবুও ভেজা পালকে কালি মাখিয়ে
হাজারবার কাটাছেঁড়া করে
আকাশের দেয়ালে এঁকে রেখেছি সেই পদচিহ্ন,
যার একটাই নাম , একটাই ঠিকানা।