মন খোঁজে সুবাতাস বৈশাখী প্রাতে
উষ্ণ সোনালি রং রৌদ্রের হাতে।
শীতল বাতাসের নাহি পাই দেখা
কপালে দুর্ভোগ আছে শুধু লেখা।
উষ্ণায়নে আজ ঢেকে গেছে ধরণী
রুক্ষতা শুষ্কতার বেশ ধরে অবনী।
জীমূতের দেখা নাই কোথাও আজ
দাবদাহের জ্বলন পৃথ্বী পরে রাজ।
বৃক্ষকর্তন শুধু দায়ী উষ্ণতার ভাঁজে
নগরায়ণ শহর জুড়ে কেবল রাজে।
মন খোঁজে সুবাতাস বৈশাখী দিনে
কোথায় পাবে তারে, সবুজায়ন বিনে।
কুঠারের আঘাতে ক্ষত বৃক্ষের গায়ে
করেছো অন্যায় আঘাত নিজের পায়ে।
পৃথ্বী রুষ্টা আজ তোমার কাজে
বৃষ্টিবিহীন ধরার কঠিন সাজে।