সাহিত্য আকাশে ছিলেন জ্যোতিষ্ক মহান
বিদ্রোহী কবি তিনি কাজি নজরুল ইসলাম,
বর্ধমানের চুরুলিয়া জন্মস্থান তাঁর
আজ একশো পঁচিশতম জন্মদিনে জানাই প্রণাম।
বটিশ শাসনের বিরুদ্ধে তাঁর কঠোর সংগ্ৰাম
ক্ষুরধার কলমে করেন তুখোড় প্রতিবাদ,
অগ্নিবীণা’র ঝঙ্কারে তুলেছেন ঝড়
বিষের বাঁশি কাঁপায় বৃটিশ সাম্রাজ্যবাদ।
সাম্যবাদের পুরোহিত তিনি সর্বহারার প্রিয়
তরুণ সমাজকে করেন উজ্জ্বীবিত,
সাম্য ও ঐক্যের তরে হয়ে সোচ্চার
করেন ঐক্যবদ্ধ সবে হয়ে দৃঢ় চিত।
বিপ্লবী চেতনায় দুর্দম হয়ে বৃটিশ সাথে লড়ে
দেশের জন্য বহুবার করেছেন কারাবরণ,
কবিতা ও গানে ধুমকেতু সম উন্মত্ততা সাথে
দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে তাঁর মন নিবেদন।