যখন নিশ্চিত জিতে নেবো আসমান
ঝড় এসে ভেঙে দেয় ডানার আত্মবিশ্বাস
গভীর ক্ষততে মলম দেয় ঈগল পাখি
আর
পরবর্তী উড়ানের জন্য সাহস বুনতে থাকে ডানায়
যুদ্ধের নতুন কৌশলে মন দেয় আবার…
কিভাবে চোখ আর হাতের প্রতিটা আঙুল
নিজের নিয়ন্ত্রনে আনতে হয় সেই নিয়েই গবেষণা জারি
থাকবে
আকাশ ছোঁয়ার নেশায় ওরা একদিন
টকটকে নক্ষত্র