ব্যাঙ এসেছে আমার বাড়ি
গাঙর গাঙর শব্দ,
ছোট্ট খোকা ভয় পেয়েছে
হয়েছে তাই জব্দ।
সারাদিন তার দুষ্টুমিতে
জেগে ওঠে বাড়ি,
মুখের ভিতর নানান শব্দ
চালায় যেন গাড়ি।
হাতে পায়ে চঞ্চলতা
সারাবাড়ি ছোটে,
শিশু হলো ফুলের মতো
সকাল থেকে ফোটে।
সকাল হতে কলকোলাহল
ঘোরে দাদুর কোলে,
মাঝে মাঝে দাদুর সাথে
পড়াতে যায় টোলে।
গাঙর গাঙর করে কুনো
শুধু ডেকে চলে,
ভয় পেও না বন্ধু আমার
ব্যাঙ বাবাজি বলে।