কারণ যা হোক না কেন
মন খারাপ কে দুই ভাগে ভাগ করে
যা পেলাম-
নিয়মিত আর অনিয়মিত
এর ওষুধ প্রয়োজন
প্রতিদিনের রুটিন মাফিক দায়িত্বের মাঝে বা শেষে
নানান উপায়ে অল্প বিস্তর সবাই শরীর চর্চা করি
চলো আজ ভেতর ঘরে ঘুরে আসি
সেখানে অক্সিজেনের অভাব
অন্ধকারের টবগুলো সেখানে অবহেলায় পড়ে আছে
টব গুলোতে মাটি দাও
একটা নতুন চারা বসাই চলো
শিকড়ে জল ঢেলে দিই একটু
আলো ফুটুক প্রতিটা লতায় পাতায়
সুগন্ধ ছড়িয়ে পড়ুক
যাপনের গা দিয়ে