দীর্ঘ পরিশ্রমের পর মাঠে হলুদ রঙ ধরলে
মন বড় উতলা হয়
এ যেন আনন্দের ঝুলি পূর্ণ হওয়ার মাস
আলোর শরীরে এলিয়ে পড়ে আলো
ধূসর হওয়া আল্পনা পুনরায় যৌবন ফিরে পাই
ধূপ শাঁখ ফুলের মালায় এক মুঠো উঠোন ম ম করে
এরকমই একটা নবান্ন রঙের মিঠা কবিতা
তোমায় উপহার দিতে চাই
কোন একদিন