সাগর তীরে মৎস্যকন্যা
মিটিমিটি হাসে;
উপকূলের মানুষজনে
তাকে দেখে ত্রাসে।
কোমর লম্বা সোনালী চুল
উপর দিকে নারী
তলার অংশ মাছের মতো
দেয় যে সাগর পাড়ি।
জলের উপর ভেসে থাকে
ডলফিনের’ই মত;
পৌরাণিকের কাহিনীতে
শোনা যেত যত।
হোমারের ওই ওডিসিতে
জলপরীদের কথা
নাবিকদেরকে প্রলোভনে
দিত নাকি ব্যথা।