ঘরের মেয়ে ফিরছে ঘরে
হতে গৃহবাসী
বসন্তেরই সুবাসটুকু
আনছে বয়ে খাশ ই!
আটকে ছিলো গরমে শ্বাস
স্বস্তি দিতে ঠাণ্ডা বাতাস
সংসার সে ভরবে আবার সোনায় দানায় ঠাসি!
ঘরের কন্যা ফিরছে ঘরে,হতেই গৃহবাসী!
ওরে দোর খুলে দে বইছে বাতাস
ফাগুন রাগে গান
মন পড়ে রয় গৃহপানে খুব যে উচাটন
কাল পলাশ হাতে নবীন প্রাতে
মিলন প্রিয়ার, তোমার সাথে
আবীর রাঙা আকাশে তাই
সূর্যেরই জয়গান
ঘরের মেয়ে ফিরছে ঘরে
মন সে উচাটন!
ওরে শঙ্খ বাজা, তূর্য নিনাদ,
বাজারে সব ভেরী
অন্ধকারের আলোয় মেশার
আর তবে নেই দেরী
ধূপ ও দীপ মালাহাতে
আসছে প্রিয়া মিলন রাতে এ
অপলক সে রয়েছে চেয়ে দুয়ারটুকু হেরি
তর সয়না, বিরহী মন
আর কত গো দেরী?
জয়ের ডঙ্কা বাজিয়ে দাও
শঙ্কা নাহি রেখো
নিন্দুকেদের লাজটি কঠিন
সেটাই মনে রেখো
আর নয়কো পিছনপানে
কেউ যেন তার দৃষ্টি হানে
সেই সুবাসেই পুষ্পকানন
রাত্রি জেগে থেকো
বিজয়িনী ঘরের মেয়ে
ফিরছে সে আজ দেখো
পথ ছেয়ে দাও গোলাপে আর দুধ আলতায় রেখো
বরণ হবে ঘরের মেয়ে
এটাই মনে রেখো।