নাম ভালো বলতেই রাক্ষস বটে –
ওই গণ সে রটনাতে “অরিন্দম” রটে!
ডাকনামে ” বুজু “বলে, মানে নাহি জানি?
পিসিমনি “গদা “বলে ডাকতো তা মানি!
বাবার ওই “গাধা” ডাকে, ভয়ে থরথরি
“বরিশালী হারামজাদা “মায়ের আদরই
ক্ষ্যাপাতো বন্ধুগণ “প্যাঁদা মোটা” বলে
চারঅক্ষরে নাম, কলেজে সে ছলে।
শ্যালক বন্দিলাে ” ছন্দরাম “নাম ডাকে
আর টিভিতে জনপ্রিয় ” বিদূষকী ভেকে”!
নামে এত হেরফেরে হয়রানি বেশ
“বুজু” বা “অরিন্দম”ই টিঁকে আছে শেষ!