আমি চিরদিনই করি সৃষ্টি
তবু আমি নারী অনাসৃষ্টি!
আমি পূজিতা রূপেই শক্তি
তবু আমাতেই কামাশক্তি!
আমি হই যে অসুরনাশী
তবু সংসার কাড়ে হাসি!
আমি করিনা পতি নিন্দা সে
তবু পরকীয়ায় আমি “বিন্দাস” হে? ;
আমি নামেতে ঘরেরই লক্ষ্মী
তবু কন্যা জনমে হত ছিঃ! ;?
আমায় পূজিতা করো সে শ্রদ্ধায়
তবু বাস্তব কাড়ো, লজ্জা এ!
আমি মন্দিরে পাই আরতি
আর ধর্ষিতা হই এ রতি! আমার নেই কোনো আজ ভনিতা
কেবল পুরুষই করলো গণিকা