আমি তারেই ছুঁতে চাইলেও হায়
ছুঁতে কি আর পাবো?
আমি অলীক প্রেমের ঘূর্ণিতে এক
ঠিক তলিয়ে যাবো!
আমি চিত্রকল্পে তারেই প্রিয়া
যদিও হায় ভাবি?
সে যে স্বপ্নেরই সুন্দরী রূপেই
খাইয়ে যে যায় খাবি!
আমি তারই বিভাজনেই বিভোর
বক্ষ ছুঁতে গিয়ে
আমায় খাইয়ে বিষম বিসম আঁধার
দেয় হা সে দেখিয়ে!
আমি তার ধোঁয়া ছাড়া ঠোঁটের ফাঁকের
ছিদ্রতে দিই ঠোঁট –
আর গোবেচারা দিশাহারায়
বেকুয়াব হায় সর্বমোট!
আমি স্বপ্নে বিভোর দিবা নিশি
তার আদিরসের টোপে
আমি বুঝতে পারি বাস্তবে সে
এমনটি নয় মোটে!
আমি আঁধার ঘরে একলা বাসর
রচেছি তার লাগি
আর তারই স্বপন বপন করি
নিদ্রাতে রাত জাগি?