ঘর ভেঙে ঝুলছে মগডালে
তাই দেখে হাসে অদৃষ্ট আড়ালে
যত জমা আছে ঘন অন্ধকার
না পেয়ে আশ্বাস অহর্নিশ হাহাকার
কে যেন লুকায় আড়ালে আলো
মনের কোণে শঙ্খা, কেউ নেই ভালো
শয়তান বলে ” পরের ছেলে পরমানন্দ –
যত ভোগে যায় ততই আনন্দ “।
কেউ,কেউ দুঃখ করে প্রকাশ্যে
রাতের নিশাচর মুখ ঢাকে মুখোশে
বেসুর গানে, আর দুর্ভাবনায় কাটে রাতি
তাই বলে ভেবো না পাবে প্রিয় সাথী
রাতের পরী নিশীথেই মেলবে ডানা
চার খেয়ে যাবে মাছ – ফাতনা ডুববে না।