শব্দ কুড়িয়ে কুড়িয়ে জড়ো করেছি মুঠো ভরে
বিদিশার নেশায় রেখেছি তোমার জন্যে
গাঙপাড়ে দাঁড়িয়ে রাত্রি -বিবস্ত্র, কুৎসিত পৃথিবী দেখে।
তুমি মিথ্যাই ঘুম পাড়াও প্রেমের আরকে।
অমেয় দুঃখ নিশিদিন অপেক্ষায় বাসরে –
আমার কপালের রেখায়,রেখায় …
তুমি তো এখনও শোননি হাহাকার
কি অসহায় , দুঃসহ যন্ত্রণা চিতার ?
তুমি কেবলই ব্যর্থতার মাটি খোড় গভীর থেকে গভীরে।
তুমি উন্নাসিক , দেখনি ব্যর্থতার জ্বালাময়ী বিকার।
শব্দভেদি বাণে আজ মরে না রাবণে।
অসততার বারমাস্যায় ছেলে গর্ভে ধরে
হাল্লাবোল্লা রোজ ,রোজ দেখি –
বোকাবাক্সো মুখ আর মুখোশে বোকা..বানিয়ে রাখে।
কার জিন কে বয়,সততারও কথা কয়
হয়কে নয় – নয়কেই আকাশে তোলে।