মুখোশের আড়ালে লুকানো কুত্সিত মুখ ,
বুলেটের দাবড়ানি, মৃতপ্রায় শঙ্কিত বুক।
ছলাকলায় কতখেলা , জীবনের বারবেলায়-
” নেপোয় মারে দই ” , নর – দেবতার লীলাখেলায়।
কাদে বিশ্বাস, দখলদারের আগমনিতে সর্বনাশ,
মূর্খের কল্পনায় স্বপ্নস্বর্গ ,ঘরে নিঃস্বতার নাভিশ্বাস ।
চিরন্তনী বার্তা – “যে যায় লঙ্কায় সেই হয় রাবন “
দেখনি পোষ্টার – ঠোঁটে আঙ্গুল , কথা বলা বারণ ?
হই-চই কলরব, পুরস্কার, পুরস্কার
ছাপোষা,কোথা গিয়ে কানপাতে এতো চিল- চিৎকার।