পথে পড়ে থাকা মনখারাপগুলো
আজ ভীষণ অপ্রাসঙ্গিক।
পরিবারের খাঁজে খাঁজে যে ভালোবাসাগুলো গুমরে মরছে,
এখন সেগুলো ইতিহাস।
যে মায়াবী উষ্ণতায় মাখামাখি ছিল সম্পর্কগুলো,
আজ তা লাশকাটা ঘরে।
এ পরাজয় আমার,
হয়তো দাবার চালে বুদ্ধি লাগানো উচিত ছিল,
আবেগের হত্যা বারেবারে।
তবু বেঁচে আছি,
জীবনের জুয়ায় হেরেছি বারবার।
অক্সিজেনের অভাব সর্বত্র।
পরিচিতের ভিড়ে খুঁজে বেড়াচ্ছি সম্পর্কগুলো।
পরাজিত হয়েই বেঁচে আছি,
তাদের বিজয়রথের আরোহণ ও অবতরণ দেখার জন্য।