টিপটাপ, ছিমছাম পোশাক,
ভেতরে মৃত এক হৃদপিন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
বাবা মায়ের স্বপ্ন ছিল সন্তান
ন্যায়নীতি, আদর্শ দিয়ে হয়তো গড়তে চেয়েছিলেন বাবা মা,
কিন্তু হায়,
সেসব হয় বন্ধক গেছে নতুবা চুরি গেছে,
তবু ক্লেশহীন শরীরী ঘুরে বেড়াচ্ছে
প্রশাসন হয়ে,
যারা নিরীহ চাকরিপ্রার্থীর
অহিংস প্রতিবাদকে
টেনে হিঁচড়ে
কামড়ে আঁচড়ে স্তব্ধ করে আনে শ্মশানের নিস্তব্ধতা।
যারা উপহাস করে নারীর আকূলতাকে,
প্রশ্রয় দেয় মাফিয়া সংস্কৃতিকে।
চোরদের ছেড়ে নিরপরাধ মানুষকে ভরে গারদে।
প্রতিবাদীর কন্ঠরোধ করতে
বুকের উপর চলে জীপ,
তবু কেমন নির্বিকার এই জীবকূল।
আজ এই শ্মশানে খুঁজে পাওয়া যাচ্ছে না
এমন এক শিশুকে,
যে নির্ভয়ে বলবে,
পুলিশ তোর বিবেক কই?