বসন্তের আগুন পলাশে
একমুঠো ভালবাসা ছড়িয়ে আকাশে,
শিমুলরাঙা আবেগ বাতাসে,
আজও আছো কেবল বিশ্বাসে।
তুমি আছো বলে তাই
বসন্তকে ভালোবাসতে চাই,
সকল ঋতুতেই তোমাকে চাই,
যেন জন্মান্তরে সাথী হিসেবে পাই।
বসন্তের আগুন পলাশে
একমুঠো ভালবাসা ছড়িয়ে আকাশে,
শিমুলরাঙা আবেগ বাতাসে,
আজও আছো কেবল বিশ্বাসে।
তুমি আছো বলে তাই
বসন্তকে ভালোবাসতে চাই,
সকল ঋতুতেই তোমাকে চাই,
যেন জন্মান্তরে সাথী হিসেবে পাই।