চিন্তার পথ ধরে দিনরাত কাটে,
মুক্তি নেই কোথাও,
নতুন সূর্য, ক্লান্ত গোধূলি
অলস রাত
একে একে চলে যায়,
চিন্তারা জট পাকায়,
দিন যায়, বছর যায়….
চিন্তার মাঝে হামাগুড়ি।
ঐ যে শিশু
অবলীলায় খল খল করে হেসে ওঠে,
চিন্তা খেই হারায়…
বর্তমান আগামী আবার জট পেকে যায়,
চিন্তারা বাসা বোনে।