লাদু মহারাজ বেজায় মুডি
সারাদিন থাকে বায়না,
ঘর থেকে বেরোতে রেডি
মাংস ছাড়া খায়না।
বাবা দাদা হিমশিম খায়
বায়না তার সামলাতে,
মা যখন লাঠি নিয়ে যায়
ব্যস্ত তখন পালাতে।
লাদু মহারাজ বেজায় মুডি
সারাদিন থাকে বায়না,
ঘর থেকে বেরোতে রেডি
মাংস ছাড়া খায়না।
বাবা দাদা হিমশিম খায়
বায়না তার সামলাতে,
মা যখন লাঠি নিয়ে যায়
ব্যস্ত তখন পালাতে।