কর্পোরেট পৃথিবীর একাকী শিশু,
স্বপ্নের মায়াজাল বোনে আকাশের দিকে তাকিয়ে,
সেখানে একটি বকুল গাছও ছিল,
সেও একাকী।
সখ্যতা হলো দুজনের।
একে অপরের ভাব বুঝতো।
বাবা মা বেরিয়ে গেলে স্কুল যেত, সাঁতারে যেত, পড়বার স্যর আসতেন,
সারাদিনের ব্যস্ততার মাঝেও সে একাকী।
কথা বলার লোক নেই,
বায়না শোনার মানুষ নেই,
কড়া আন্টি, কিছুই বোঝেনা।
সময় পেলে শিশুটি কথা বলতো বকুল গাছের সঙ্গে।
সেটিও নিঃসঙ্গ।
আবাসনের পিছন ফাটকে সে একা,
গুমরাতো সেটিও।
শিশুটির সাথে সখ্যতা হবার পর সেটিও প্রাণ পেল।
কোন এক পরিবেশ দিবসে কারোর খেয়ালীপনায় তার অস্তিত্বের বিকাশ।
তারপর আর কেউ খোঁজ নেয়নি।
সেটি জানালো আজ ওরা বিপন্ন,
ধ্বংস করেছে সভ্যতা।
বিপন্ন আজ শৈশব,
কর্পোরেটের দাপটে।
প্রতিজ্ঞাবদ্ধ একে অপরের কাছে,
ভারসাম্য আনবেই।