জলপাই রঙের শাড়িটা
আজও দেরাজে তোলা।
আমি মালতীবালা বালিকা বিদ্যালয়ের
সেই মেয়েটা নই,
আমি কোনো সেলাই দিদিমণি নই।
আমি অভিজাত কলেজের এক শিক্ষিকা,
ভালোবাসার পথে বারে বারে হোঁচট খেয়েও
আজ স্বাবলম্বী,
সবার ক্ষেত্রে ভালোবাসা মানে মিলন নয়,
বিরহও থাকে,
পাওয়ার আনন্দ থেকে না পাওয়ার যন্ত্রণা অনেক বেশি,
তবু সামলে রাখতে হয়,
কোন মন খারাপের দিনে
স্মৃতিরা আসুক ভিড় করে,
স্মৃতির জাবরেও আছে অনাবিল আনন্দ।
এ সুখ একান্ত আমার,
শাড়িটা দেখে আবার বন্ধ করে দিলাম দেরাজটাকে।
এতটুকু শান্তি প্লাবিত করে হৃদয়কে।