দিন ও রাত-
একে অপরের পরিপূরক,
গোধূলি বেলায় শুভ দৃষ্টি হয়,
দিনের ক্লান্ত পৃথিবী আসে রাতের মায়াজালে,
রাত বুক দিয়ে আগলায় সন্তানকূল।
ব্রহ্মমূহুর্তে রাতের আলিঙ্গন ছেড়ে আড়মোড়া ভাঙে দিন,
কর্মচঞ্চল হওয়ার তরে।
দিনের সায়াহ্নে ও রাতের ব্রহ্মসময়ে একাকার হয়
দিনরাত,
ছড়িয়ে দেয় ভালোবাসা,
নতুনকে জানায় আহ্বান।