দুটি আকাশ
মাঝে ছায়াপথ,
খোলামেলা, প্রাণোচ্ছ্বল।
ভালোবাসতো পরস্পরকে,
বলা হয়ে ওঠেনি।
পাশাপাশি থেকে একে অপরের ভালোবাসা অনুভব করতো।
কি হয়ে গেল জানিনা।
এখন একজন দিনের আকাশ
তো অপর রাতের।
হারিয়ে গেল ভালোবাসা।
শুধুই শূন্যতা এখন আকাশজুড়ে….
দুটি আকাশ
মাঝে ছায়াপথ,
খোলামেলা, প্রাণোচ্ছ্বল।
ভালোবাসতো পরস্পরকে,
বলা হয়ে ওঠেনি।
পাশাপাশি থেকে একে অপরের ভালোবাসা অনুভব করতো।
কি হয়ে গেল জানিনা।
এখন একজন দিনের আকাশ
তো অপর রাতের।
হারিয়ে গেল ভালোবাসা।
শুধুই শূন্যতা এখন আকাশজুড়ে….