রৌদ্র দহনে ক্লান্ত দিন,
চপচপে ভেজা শরীর,
একফালি মেঘ জানলা দিয়ে ঘরে এল,
বলল আমায় চল যাই পাহাড়ে।
মেঘের ডানায় ভর করে
চললাম পাহাড়ে।
বললাম মেঘকে আমি একটা পাহাড় কিনতে চাই,
মেঘ বলল বেশ তো,
স্বপ্ন আছে তোর?
মেঘমল্লারের ভাঙা হাটে আসিস স্বপ্ন নিয়ে,
আমি বললাম একটা পাহাড় থাকবে,
যার পদচুমে থাকবে ঘন অরণ্য,
কয়েকটা খরস্রোতা সাজিয়ে রাখবো পাহাড়ে,
সূর্যের রাঙা আলো শুধু থাকবে পাহাড়চূড়ায়।
রুক্ষ্ম নয়, সবুজ বনানীর শাড়ি
জড়িয়ে রাখবে পাহাড়কে।
কয়েকটা গবাদি চড়ে বেড়াবে পাহাড়ের বুকে।
ঐ পাহাড়িয়া আদিবাসীরা স্নান করুক
ঐ ঝর্ণার জলে।
সামনে বসে না হয় আমি কবিতা লিখবো!
ঘুম গেল ভেঙে,
ইলেকট্রিসিটি স্তব্ধ হয়েছে,
হতাশ হয়ে আকাশের পানে চেয়ে,
দেখি এক মেঘের ছানা বলছে,
চল যাই পাহাড়ে।