সেদিন আকাশে মেঘ করেছিল,
আশা ছিল বৃষ্টি হবে,
ভিজবো নতুন জলে,
হলো না।
পরদিন আরও ঘন হয়ে এল মেঘ,
আজ তো হবেই,
স্নান না করে বসেছিলাম,
আবারও হতাশ।
বৃষ্টি হলো মধ্যরাতে,
চাষীর ঘাম ধুয়ে দিল না,
শিশুদের আটকাতে হলো না,
যুবতীর প্রেমহারা চোখের জল
আড়াল করতে পারলোনা বৃষ্টি।
তবু হলো,
এই “তবু”তেই সমঝোতা,
তবু তো হলো,
তবু শুধু তবু।