আলো আঁধারি পথে চলেছি,
ঠকতে ঠকতে আজ নিঃস্ব।
হৃদয় আজ মরুভূমি।
শুধুই শূন্যতা।
তবু তোমার কথা,
অক্ষরে অক্ষরে পালন করছি বাবা।
জানিনা এর শেষ কোথায়?
রিক্ত জীবন আজ বোঝা।
আপনমনে ভাবতে ভাবতে,
কখন ঘুমিয়ে পড়েছি জানিনা।
দেখি সামনে বাবা,
দুহাত প্রসারিত,
এসেছি আমি আয়।
ভারমুক্ত জীবন।
খুশীতে উদ্বেল মন।
বলছে বাবা সব ছেড়ে আয় কোলে।
ছুটে গেলাম।
কিছুটা সময় পর শুনছি,
কালও তো ভালো ছিল,
বোধ হয় হার্ট এ্যাটাক।
এল স্বর্গরথ।
কালো ধোঁয়ায় মিশে যাচ্ছি আমি।
সামনে বাবা, পিছনে আমি।