আকাশটা ঘন নীল,
বৈশাখের শেষ বেলা,
সূর্যের তেজ গায়ে মেখে জন্ম নিলেন আরেক সূর্য।
মধ্যগগনের সূর্যকে স্পর্ধা দেখিয়ে
অন্য আকাশে দৌরাত্ম্য বিস্তার।
মাতৃভাষার ঋণ কলমে কলমে শোধ।
কবিতা,গান, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ…..
অন্য মাত্রায় নিয়ে এলেন
সাহিত্যের ভাবাবেগকে।
আজও অম্লান তিনি একইভাবে।
বৈশাখের এই দীপ্যমান রবিকে জানাই অন্তরের শ্রদ্ধার্ঘ্য।